UsharAlo logo
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মহানগর যুব ঐক্য পরিষদে অলোক সভাপতি অনিন্দ্য সম্পাদক নির্বাচিত

usharalodesk
জুন ১৫, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

যুব ঐক্য পরিষদ মহানগর শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন

ঊষার আলো রিপোর্ট : খুলনা মহানগর যুব ঐক্য পরিষদের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অলোক দে সভাপতি ও অনিন্দ্য সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি রবার্ট নিক্সন ঘোষ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল এতে স্বাক্ষর করেছেন।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি ডাঃ বিবকানদ ঢালী, বিষ্ণু ঘোষ, ভবেশ সাহা, পলাশ সাহা, ইদ্রজিৎ কুন্ডু গোপাল, বাবু শীল, প্রতাপ রুদ্র, দিপু সরকার, সুশীল দাস, মানিক শীল, জয়ন্তী ঘোষ, রাজ কুমার শীল, বিদ্যুৎ নন্দী আপন, পার্থ প্রতিম দে। যুগ্ম-সাধারণ সম্পাদকগণ হলেন রবিন দাস, অলাক দাস, প্রণব চক্রবর্তী, উজ্জ্বল সরকার, অতনু কর বাপ্পা। সাংগঠনিক সম্পাদক সজল দাস, অমিত দে, চন্দন কুমার দে, কাজল দাস। সহ-সাংগঠনিক সম্পাদকগণ হলেন সৈকত মন্ডল, পাপন কংস বনিক, ডলফিনা বিশ্বাস, সন্তু অধিকারী। অর্থ সম্পাদক কাজল সাহা, সহ-অর্থ সম্পাদক সুভাশিষ ভদ্র, দপ্তর সম্পাদক বিপ্রজিৎ সাহা, সহ- দপ্তর সম্পাদক সীমা সাহা, প্রচার সম্পাদক সাগর মজুমদার, সহ- প্রচার সম্পাদক অজিত সাহা, গণসংযাগ বিষয়ক সম্পাদক শুভ শর্মা, সহ-গণসংযাগ বিষয়ক সম্পাদক সৈকত বর্মণ, রাজ সাহা, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক সাধন রায় পলাশ, সহ- সামাজিক যাগাযাগ মাধ্যম বিষয়ক সম্পাদক লিটু দে, বাপ্পা সাহা পাপ্পু, বাপ্পা দত্ত। ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অনিক বিশ্বাস, সহ-ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রাজিব ঘোষ, তুহিন কাদি দাস (টিটু)। আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ উল্লাস কর বরাগী (সিভিল), সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শ্যামলী রানী শীল (ক্রিমিনাল), বিধান রায়, তুষার কান্তি দাস (মিঠু), মহিলা বিষয়ক সম্পাদক অনামিকা সাহা তিথি, সহ- মহিলা বিষয়ক সম্পাদক, রিংকি সাহানী রিনি, ইভা শীল। শিক্ষা ও গবষণা বিষয়ক সম্পাদক পার্থ চক্রবর্ত্তী (মহেশ), সহ- শিক্ষা ও গবষণা বিষয়ক সম্পাদক দেবব্রত সরকার, জয় দে, তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চয়ন কুমার রায়, সহ-তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অমিত সাহানী পান্ড, প্রকাশনা সম্পাদক সুভাগত দত্ত, সহ-প্রকাশনা সম্পাদক সুমন সাহা, সজীব রায়, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রাজু সাহা (সাংবাদিক), সহ- শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিঠুন বিশ্বাস পাপ্পু, অমিত কুন্ডু, সাহিত্য ও সংস্কৃতি  বিষয়ক সম্পাদক রাতুল দাস মিমা, সহ- সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গোপাল সাহা, ডলসন সুজন বৈরাগী। আদিবাসী বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ কুমার দাস, সহ-আদিবাসী বিষয়ক সম্পাদক দিপ্ত বিশ্বাস, সৌরভ দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মিঠুন ঘোষ, অমিত কুমার দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ অমিতাভ তরফদার, সহ-স্বাস্থ্য  বিষয়ক সম্পাদক ডাঃ জ্যাতির্ময় রায়, ডাঃ প্রণব বিশ্বাস বাপ্পি। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন, উজ্জ্বল ব্যানার্জি, অভিজিৎ চক্রবর্তী দেবু, জনি বসু, রিঙ্কু দে,উজ্জল সাহা, মিঠুন সাহা, দেবব্রত দে মিঠু, বিপ্লব দে, মাধব কর্মকার, উজ্জ্বল রায়, মদন দাস, চন্দন রায় মিঠুন, বিপ্লব ধর তত্ত্বী, শুকদেব ঘোষ, কৃষ্ণ কুমার বনিক, উইলিয়াম ববি হালদার, শুভ্র সন বৈদ্য, মিহির কান্তি চ্যাটার্জী, বিলাশ চদ্র পাল, প্রদীপ সন, পিনাকী সন, তপন শীল, রাম দেবনাথ, দেবাশীষ দাস ইদ্রজিৎ দে টুটুল, তাপস তালুকদার, অনুপ সরকার, মনাতাষ তালুকদার, অমিত দাস, অনিক ঘোষ, রনি কুমার সরকার, অভিজিৎ কুমার দাস, তুষার কান্তি রায়, সুদিপ্ত মিত্র, সুধীন দাস, তন্ময় মিত্র, দেবাশীষ দাস (রিমন), সাগর সাহা, নিলয় সাহা, জীবন দত্ত, মিঠুন দেবনাথ,  শিপন সাহা, সবুজ দাস, গোপাল রাম, বিশ্বজিৎ সরকার, সৌরভ সাহা ধলু।

ঊআ/বিএস