UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মহিলা গনসেবা সংস্থার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

pial
ডিসেম্বর ২০, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দিন : খুলনার শিরোমণি মহিলা গনসেবা সংস্থার উদ্যোগে ২০ ডিসেম্বর সকাল ১০ টায় শিরোমণি গনসেবা সংস্থার কার্যালয়ে অসহায় হত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অঅনুষ্টান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা গনসেবা সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তার সাথী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। গনসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন।

বক্তৃতা করেন সংস্থার সহ-সভাপতি মারুফা বেগম, সহ-সাধারণ সম্পাদক আরিফা খাতুন, সাবিয়া খাতুন, সুবর্ণ বেগম, মরিয়ম খাতুন, রেখা বেগম, সুরাইয়া আক্তার সহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন বাল্যবিবাহ বিরোধী উঠান বৈঠক করে সকলকে সচেতন করতে হবে। শেষে হত হতদরিদ্র মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরন করেন।

(ঊষার আলো-এফএসপি)