ঊষার আলো ডেস্ক : বাড়িতে মাকড়সার উৎপাত কমানোর কিছু সহজ উপায় রয়েছে, শুধু মানতে হবে কয়েকটা নিয়ম।
১) সপ্তাহে অন্তত একবার হলেও ঘরের দেওয়াল ভাল করে ঝেড়ে ফেলুন। কারণ, ময়লা জমলেই মাকড়সার সুবিধা হয় জাল বানাতে।
২) যখনই দেখবেন আপনার ঘরের দেওয়ালে মাকড়সা জাল বুনতে শুরু করেছে, তখনই উৎখাত করুন মাকড়সাকে। এই ব্যাপারে মাকড়সাকে বেশি সময় দেওয়া যাবে না।
৩) পানির মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে নিন ও একটি স্প্রেয়ার বোতলে সেই পাতিলেবু মেশানো পানি দিয়ে মাকড়সার জালে স্প্রে করুন।
৪) এচাড়া বছরে একবার দেওয়ালে রং করানোর চেষ্টা করুন। কারণ, নতুন রং করা দেওয়ালে মাকড়সা বাসা বাঁধতে পারে না।
৫) দেওয়ালের কোনায় হলুদ মেশানো পানি স্প্রে করুন, এটি সপ্তাহে অন্তত একবার করুন।
(ঊষার আলো-এফএসপি)