UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মাগুরায় ঈদের জামাত শেষে করোনা মুক্তির প্রার্থনায় দোয়া

usharalodesk
মে ১৪, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাগুরা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ৭টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে নামাজ আদায় করতে সকাল থেকে মুসল্লিরা আসতে থাকে কেন্দ্রীয় মসজিদে।
প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রইস উদ্দিন। ঈদের প্রধান জামাতে অংশ নেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ শহরের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এদিকে স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ঈদের নামাজ আদায় করেন শহরের পশু হাসপাতালপাড়া জমে মসজিদে।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুবরণকারীদের জন্য দোয়া করা হয়।

(ঊষার আলো-এমএনএস)