ঊষার আলো ডেস্ক : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি বিরতণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আবদুল্লাহেল কাফী, ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট, আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া প্রমূখ।
বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভ’ক্ত শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ৪৯ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি, ৫৬ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ টাকার শিক্ষা উপকরণ এবং ১৩ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়। এছাড়া বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভ’ক্ত ১০টি পরিবারকে গৃহনির্মাণ কাজ চলমান রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ১ লক্ষ ৭১ হাজার টাকা।
(ঊষার আলো-এমএনএস)