UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

usharalodesk
জুন ১৯, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ দিনার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৫টার দিকে বাঁশখালী কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত দিনার উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার মরহুম আবুল কাসেম আলীর ছেলে।

নিহতের চাচাতো ভাই শফকত হোসেন জানান, শনিবার রাতে মাছধরার জন্য নৌকা নিয়ে বাঁশখালী কুতুবদিয়া চ্যানেলে যান দিনার। জাল পেতে মাছ ধরার জন্য অবস্থানকালে রোববার ভোর ৫টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়।

ঊষার আলো-এসএ