UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে রেফারিকে মারতে মারতে অজ্ঞান

ঊষার আলো
অক্টোবর ৬, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফুটবল মাঠে অপ্রীতিকর ঘটনা নতুন কিছু নয়, তবে এবারের ঘটনাটি ব্যতিক্রম। ব্রাজিলের সাও পাওলো আরএস ক্লাবের ফুটবলার উইলিয়াম রিবেইরো তার বিরুদ্ধে ফ্রি কিক দেওয়ায় রেফারির মাথায় লাথি মেরে মারাত্মক আহত করেছেন।

ব্রাজিলিয়ান ষষ্ঠ স্তরের ম্যাচে এ মর্মান্তিক ঘটনা ঘটল। যদিও পালিয়ে যেতে পারেননি এ ব্রাজিলিয়ান খেলোয়াড়, গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার গুয়ারানির বিপক্ষে ম্যাচে ১-০ গোলে পিছিয়ে ছিল সাও পাওলো আরএস। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফ্রি কিকের বাঁশি বাজান রেফারি। মাথা ঠিক রাখতে পারেননি, আকস্মিক তার ওপর ঝাঁপিয়ে পড়েন রিবেইরো, সাথে সাথে মাঠেই অজ্ঞান হয়ে যান রেফারি রোদ্রিগো ক্রিভেল্লারো। এরপরও তার মাথায় লাথি দিতে থাকেন ফুটবলার।

দু’দলের খেলোয়াড় দ্রুত চিকিৎসা সহকারীদের মাঠে ডাকেন। রিবেইরো দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে গেলেও স্থানীয় সশস্ত্র বাহিনীর এজেন্টরা তাকে আটক করে ফেলে।

(ঊষার আলো-এফএসপি)