UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদক কারবার নিয়ে বিরোধে সিঙ্গাইরে সিএনজিচালককে কুপিয়ে হত্যা

ঊষার আলো
আগস্ট ১৩, ২০২৪ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইরে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক সিএনজিচালককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার নিলটেক গ্রামের আইয়ুব খানের ছেলে। গতকাল সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একই উপজেলার চরকানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সিঙ্গাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবার নিয়ে বিরোধের জেরে সাদ্দাম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ