ঊষার আলো রিপোর্ট : মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইরে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক সিএনজিচালককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার নিলটেক গ্রামের আইয়ুব খানের ছেলে। গতকাল সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একই উপজেলার চরকানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে সাদ্দাম হোসেনের সঙ্গে চরকানাইনগর গ্রামের আওলাদ হোসেনের ছেলে চিহ্নিত মাদক কারবারি মিরাজ হোসেনের (৩৪) বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার বিকেলে দুই পক্ষের লোকজনের উপস্থিতে সালিস বৈঠকে বিষয়টি মীমাংসা হয়। এদিন রাত ১২টার দিকে সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে চর কানাইনগর এলাকায় ডেকে নেন মিরাজ হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান তারা।