UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে ঈদের নামাজ আদায় নিয়ে দু‍‍`পক্ষের সংঘর্ষ; আহত ১০

ঊষার আলো
মে ১৪, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাদারীপুরের শিবচরে ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক নারীসহ আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলার কাঁঠালবাড়ি এলাকার শিকদার কান্দি গ্রামে শুক্রবার (১৪ মে) সকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাদন আকনের সমাজ থেকে কিছু লোক একই এলাকার আমিন শিকদারের সমাজে যোগ দিয়ে শিকদার বাড়ির মসজিদে ঈদের নামাজ আদায় করতে যায়। পথিমধ্যে দাদন আকনের লোকজন তাদের অন্য সমাজে যেতে দিবে না বলে বাধা প্রদান করে। এর ফলে মুহূর্তের মধ্যে উভয়পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আমিন শিকদারের গ্রুপের লোকের দাবি, দীর্ঘদিন ধরে আমরা আকনদের সমাজে ছিলাম। তারা আমাদের প্রতি অনেক অত্যাচার করতো। এবারের ঈদে আমরা তাদের সমাজ ছেড়ে দিয়ে অন্য সমাজে যাওয়াতে তারা আমাদের ওপর আঘাত করেছে।
তবে আকন গ্রুপের প্রধান দাদন আকন বলেন, যারা আমাদের সমাজ ছেড়ে চলে যাচ্ছিলো। আমি তাদের কাছে টাকা পাবো। আমাদের সমাজে যেহেতু তারা থাকবে না। তাই আমি আমার পাওনা টাকা চেয়েছে। আর এই কারণেই তারা আমাদের ওপর হামলা করেছে।
এ ঘটনায় শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন, ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে কাঁঠালবাড়িতে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়ে। খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঊষার আলো-এমএনএস)