UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রিদ ওপেন শিরোপা জিতলেন আলকারাজ

pial
মে ৯, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাদ্রিদ ওপেনে ফাইনালের শিরোপা উঠলো স্পেনের কিশোর কার্লোস আলকারাজের হাতে। এক ঘণ্টা ৪ মিনিটের ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলেক্সান্ডার জেভেরেভকে হারিয়েছেন তিনি।

১৯ বছর বছর বয়সী আলকারাজ এর আগের দু’ম্যাচে হারিয়ে দিয়েছিলেন দুই টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচকে। তবে গতকাল তিনি জার্মান টেনিস তারকা জেভেরেভকে ৬-৩ ৬-১ সেটে হারিয়েছেন। এটি এ বছর আলকারাজের জেতা চতুর্থ শিরোপা।

টুর্নামেন্টটি জেতার পর আলকারাজ জানান, ‌‘এ টুর্নামেন্ট আমার জন্য বিশেষ, কারণ ৭/৮ বছর থেকেই আমি এখানে টুর্নামেন্টটি দেখতে আসতাম।’
সূত্র : বিবিসি

(ঊষার আলো-এফএসপি)