ঊষার আলো রিপোর্ট : হবিগঞ্জের মাধবপুরে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাধবপুর-মনতলা সড়কের নোয়াগাঁও শ্মশানের কাছ থেকে সোমবার রাতে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন চুনারুঘাট উপজেলার সানখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নুর আলম (৩৫) ও একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৫)।
গোপনসূত্রের ভিত্তিতে মাধবপুর থানা পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ সোমবার রাত ৮টার দিকে উল্লিখিত এলাকা থেকে একটি মোটরসাইকেলের ২ আরোহীকে আটক করে তাদের হেফাজতে থাকা ২টি ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এ সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
(ঊষার আলো-এম.এইচ)