মানিকগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পৌরসভার নবগ্রাম এলাকায় মিছিল করে তারা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।
মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছে ছাত্রলীগ নেতা রাজিদুল। পরে সেই ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ দেওয়া হয়।
‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ আসবে’ স্লোগানসহ বিভিন্ন দলীয় স্লোগান দেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাজিদুল আত্মগোপনে রয়েছে। সম্প্রতি ফেসবুকে ব্যাপক সরব থাকতে দেখা যাচ্ছে তাকে। ফেসবুকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করছেন এ ছাত্রলীগ নেতা।
ঝটিকা মিছিল নিয়ে উদ্বেগ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক ওমর ফারুক। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন দিনের আলোয় প্রকাশ্যে মিছিল করে। এতেই বোঝা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। যারা মিছিল করেছে প্রত্যেকের নামে মামলা রয়েছে। আমরা চাই, প্রশাসন অতি দ্রুত তাদের গ্রেফতার করুক।
ঊষার আলো-এসএ