UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঊষার আলো
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দিগন্ত পরিবহনের একটি বাসের চাপায় হৃদয় খান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি মোটরসাইকেলে ছিলেন।শনিবার (৪ ফেব্রুয়রি) সকাল সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরি বাসস্ট্যান্ড সংলগ্ন সালওয়া টেক্সটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় দৌলতপুর উপজেলার বহড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, হৃদয় মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে সকাল সাড়ে ১০ টার দিকে দিগন্ত পরিবহনের বাসটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেলটি বাসের ভেতরে ডুকে যায়। ঘটনাস্থলেই হৃদয় মারা যান।তিনি বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ