UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মারা গেছেন সাংবাদিক ও মেম্বর আমিনুর

koushikkln
জুন ৫, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি : জাতীয় ‘দৈনিক দেশের কণ্ঠ’ পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধি ও রোহিতা ইউপির ১ নম্বর (পট্টি-সরণপুর) ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান মারা গেছেন। শনিবার (৫জুন) বিকেল ৫টার পর তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী এবং দুই বছর বয়সী জমজ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আমিনুর রহমান সরণপুর গ্রামের মৃত ডা. মোহাম্মদ হোসেনের ছেলে। তিনিও পেশায় গ্রাম্য চিকিৎসক ছিলেন। আমিনুর রহমান বেশ কিছুদিন লিভার জন্ডিসে ভুগছিলেন। এপ্রিলের মাঝামাঝি তিনি ভারতের ভ্যালোরে ডাক্তার দেখাতে যান। সেখান থেকে ফেরার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে ঈদের পর বাড়ি ফেরেন আমিনুর। গত তিনদিন ধরে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন তিনি। রোহিতা ইউপির ৬নম্বর ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম মেম্বর আমিনুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।