UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিনের ভুল মিসাইলে কাবুলে ৯ জনের মৃত্যু 

usharalodesk
আগস্ট ৩০, ২০২১ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কাবুলে আমেরিকান সেনাদের ড্রোনের সাহায্যে ছোঁড়া মিসাইল হামলায় ৯ আফগান নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জনই শিশু। ড্রোন হামলায় নিহতের ৯ জনই একই পরিবারের।

কাবুলে গাড়ির ওপর ড্রোন হামলায় তাদের মৃত্যু হয়। ভুল নিশানায় টার্গেট হওয়ায় এই ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের কেউ কোনো ধরনের সন্ত্রাসী ঘটনা বা গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না। আফগানিস্তানের আর ১০টি সাধারণ পরিবারের মতো তারা দেশটিতে নিরাপত্তা খুঁজছিলেন।

কাবুলে আত্মঘাতী হামলার প্রতিশোধ হিসেবে গতকাল (২৯ আগস্ট) এ ড্রোন হামলা চালায় আমেরিকার সেনারা । কিন্তু ভুল টার্গেটে এই সাধারণ মানুষের প্রাণহানির হয়েছে।

ড্রোন হামলায় নিরীহ আফগান নাগরিকদের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম)। তারা বলছে, ‘সাধারণ নাগকিকের’ এই প্রাণহানির বিষয়টি তাদের জানা আছে। বিষয়টি তদন্ত করছে সেন্টকম।

তবে, রোববার তাদের ২য় ড্রোন মিসাইল হামলা ভুল টার্গেটে আঘাত হেনেছে। যে হামলা কেড়ে নিয়েছে অসহায় নিরীহ ৯ জন আফগান নাগরিকের প্রাণ।

(ঊষার আলো-আরএম)