ঊষার আলো ডেস্ক : জার্মানির বাম দলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিম দাগদেলেন বলেছেন, আমেরিকার সঙ্গে চরম পরাধীনতামূলক সম্পর্ক অবশ্যই বার্লিনকে পরিহার করতে হবে।
সেভিম দাগদেলেন বলেন, ৭৮ বছর পর এখন মার্কিন সেনাদের দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে।
তিনি বলেন, জার্মানির মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে জার্মানির বাইরের কোনো ভূখণ্ড মনে হয়। কারণ সেখানে এ দেশের সংবিধান কার্যকর নয়। জার্মানির এই এমপি দেশটির পররাষ্ট্র সম্পর্কবিষয়ক সংসদীয় কমিটির সদস্য।
জার্মানিতে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব ঘাঁটি বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনার কাজে আমেরিকা ব্যবহার করে থাকে।
এ ছাড়া এসব ঘাঁটি ব্যবহার করে মার্কিন সেনারা ড্রোনের সাহায্যে প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে।
ঊষার আলো-এসএ