UsharAlo logo
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাসুদকে উল্টাপাল্টা প্রশ্ন করে পিসিবির শাস্তির মুখে রমিজ

usharalodesk
অক্টোবর ২৭, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : দুঃসময় পার করা পাকিস্তান ক্রিকেটে বইছে এখন সুখের আমেজ। ২০২১ সালের পর ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজ জয় পেয়েছে শান মাসুদের দল। ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে দলটি হারিয়েছে ২-১ ব্যবধানে। এমন প্রত্যাবর্তনের পর চারিদিকে যখন হচ্ছে পাকিস্তান বন্দনা।

ইংল্যান্ডকে সিরিজ হারানোর পর পাকিস্তানের হতাশাজনক অতীত মাসুদকে মনে করিয়ে দিয়ে রমিজ হাসতে হাসতে প্রশ্ন করেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?’ যার উত্তরে শান মাসুদ বলেন, ‘রমিজ ভাই, আসলে এটাকে বাজে একটা রাতের মতো মনে হয়েছে। আপনি একের পর এক যখন ম্যাচ হারবেন, এটা কষ্টদায়ক।’

এরপরই শান মাসুদকে থামিয়ে রমিজ বলেন, ‘এই খারাপ সময়ে তোমার পাশে কে ছিল?’ শান মাসুদের উত্তর ছিল এমন, ‘অনেক মানুষ। পরিবার তো আছেই, ক্রিকেট পরিবারও পাশে ছিল। বাংলাদেশের কাছে হারের পর অনেকেই ইতিবাচক বার্তা দিয়েছে। এমনকি ক্রিকেট বোর্ড, খেলোয়াড়দের মধ্য থেকেও। একটা কথা এখনো মনে আছে—প্রথম ম্যাচে যখন হারলাম, তখন রিজওয়ান বলেছিল ‘‘আল্লাহ পরীক্ষা নিচ্ছে, হয়তো বড় কোনো কাজ আমাদের দিয়ে করাবেন।’’ দিন শেষে দলের জয় চাই, আমার কী হোক না হোক, আমি পরোয়া করি না। আমাদের, পুরো জাতির জয়টা প্রয়োজন ছিল।’

রমিজের এমন প্রশ্নের পর পাকিস্তানে চলছে সমালোচনার ঝর। জানা গেছে তার এমন প্রশ্নে নাখুশ হয়েছেন শান মাসুদ। বোর্ডও বিব্রতকর পরিস্থিতিতে পরেছে। মোহাম্মদ আমির তো রমিজের সমালোচনা করে সামাজিক মাধ্যমেই লিখেছেন, ‘যখন কৃতিত্ব দেওয়া প্রয়োজন, তখন কৃতিত্ব দিন। শানের জন্য খুব খারাপ লেগেছে। এত বছর ধরে ধারাভাষ্য দিচ্ছেন, এরপরও জয়ী অধিনায়ককে কী প্রশ্ন করতে হয়, এর কোনো ধারণাই নেই।’

এই অবস্থায় তাই রমিজ রাজার বিষয়ে কঠোর অবস্থানে যেতে পারে পিসিবি। শাস্তি হিসেবে নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে ধারাভাষ্য প্যানেলে রমিজকে বাদ দিতে পারে পিসিবি।

ঊষার আলো-এসএ