UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাহফুজ-আসিফ অন্তর্বর্তী সরকারে থাকলে সেটি নিরপেক্ষ হয় না: গালিব

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

উপদেষ্টা মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারে থাকতে চাইলে বিএনপি এবং জামায়াত থেকেও উপদেষ্টা নেওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি আরও বলেন, তারা সরকারে থেকে গেলে সেটি নিরপেক্ষ হয় না। সোমবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি নিজের মতামত উপস্থাপন করেন।

মির্জা গালিব লেখেন, তরুণদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আর কয়েকদিনের মধ্যেই আসার কথা। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষার যে বহিঃপ্রকাশ ঘটেছে, তাতে তরুণদের একটি নতুন রাজনৈতিক দল আমাদের ভবিষ্যতের জন্য ভালো। পাশাপাশি, বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলেও তরুণদের অংশগ্রহণ বাড়লে ভালো হবে।

তিনি আরও লেখেন, এ নতুন দল বর্তমানে সরকারে থাকা নাহিদ ইসলামের নেতৃত্বে হতে যাচ্ছে। সরকার থেকে পদত্যাগ করে নাহিদ নতুন দলের নেতৃত্বে আসবে। এইটা ভালো সিদ্ধান্ত। সরকারে থেকে একই সঙ্গে নতুন দলের দায়িত্বে থাকলে আগামী নির্বাচনে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে।

ঊষার আলো-এসএ