UsharAlo logo
রবিবার, ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

ঊষার আলো রিপোর্ট
মার্চ ২২, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকা থেকে ছোঁড়া গুলি এসে পড়েছে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে। এতে গুলিবিদ্ধ হয়েছে এক বাংলাদেশি যুবক। আর গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে আরেক যুবকের। শুক্রবার রাতে সাড়ে ৯টার দিকে তুমব্রু সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাহাঙ্গীর আলম ও নুর হোসেন। বর্তমানে তারা কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, তুমব্রু সীমান্তের ভাজাবনিয়া চিতারকুম এলাকায় বাংলাদেশ-মিয়ানমারের কাঁটাতারের বেড়ার পাশ্ববর্তী এলাকায় ধান খেতে পানি দিচ্ছিল জাহাঙ্গীর ও নুর হোসেন। এ সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে গুলি এসে পড়ে বাংলাদেশে। এতে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। আর গুলি ছুয়ে বেরিয়ে যায় নুর হোসেনের। এতে দুজনই আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ বলেন, কাঁটাতারের ওই প্রান্ত থেকে ছোঁড়া গুলি জাহাঙ্গীরের বাম পায়ে লাগে। আর নুর হোসেনেরটা শরীর ছুঁয়ে বেরিয়ে যায়।

স্থানীয় সূত্রগুলোর দাবি, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। মিয়ানমারের কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় গুলি করা হয় মিয়ানমার সীমান্ত থেকে। তবে এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ির থানার ওসি মো.মাসরুরুল হক জানান, গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে রাতেই কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অপর আহত নুর হোসেনের আঘাত তেমন গুরুতর নয়। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

ঊষার আলো-এসএ