ঊষার আলো স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার প্রথম প্রহরে দেশে ফিরেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দেশে ফেরার বিভিন্ন কারণ বের করার চেষ্টা করা হলেও পরে জানা গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রস্তুতি নিতেই দেশে ফিরছে সাকিব এবং তার সত্যতা মিলেছে আজ সকালেই।
আজ বুধবার সকালে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছে সাকিব। সকাল ৮টা ৪৭ মিনিটে ব্যাট-প্যাড-কিটস নিয়ে শের-ই-বাংলার ড্রেসিংরুমে ঢুকেন তিনি। সেখান থেকে বের হয়ে ঠিক সোয়া ৯টায় ইনডোরের ন্যাচারাল টার্ফে প্রায় পৌনে ১ ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেছেন সাকিব।
বাংলাদেশ বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছে। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সাকিব দলের সঙ্গে নেই। সাকিবের এই প্রস্তুতিটা মূলত আইপিএলের জন্য। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। তার ৪-৫দিন আগেই ভারতে যেতে হবে সাকিবকে। সেই প্রস্তুতি হিসেবেই ব্যাটিংটাকে ঝালিয়ে নিচ্ছে এই অলরাউন্ডার।
(ঊষার আলো-এম.এইচ)