UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে লরিচাপায় কলেজ ছাত্রী নিহত

ঊষার আলো
আগস্ট ২, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে লরিচাপায় মিশু রানী দেবী পলি (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মিশু রানী মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্য মোহন দেব নাথের মেয়ে। তিনি নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসা শাখার ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার।

তিনি বলেন, সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর বাজার এলাকায়  সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরি কলেজছাত্রী মিশু রানীকে ধাক্কা দেয়। এতে মিশু রানীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। স্থানীয়দের কাছ থেকে  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ লরিসহ চালক শাহজাহান শেখ (৪৯) ও চালকের সহকারী মো. লিমনকে আটক করেছে। এরপর তাদের হাইওয়ে পুলিশের কাছে সপোর্দ করা হয়েছে।

ঊষার আলো-এসএ