ঊষার আলো রিপোর্ট : মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৭ জন গণতন্ত্রকামী নিহত হয়েছেন। বুধবারের(৭এপ্রিল) এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
জানা যায়, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের কালে শহরে আজ বুধবার অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে দেশটির নিরাপত্তা বাহিনী। সেখানে ৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একইদিনে ইয়াঙ্গুনের কাছের বাগো শহরেও গুলির ঘটনা ঘটে। এতে ২ বিক্ষোভকারী নিহত হন।
(ঊষার আলো-আরএম)