UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে বিক্ষোভে মৃত্যুসংখ্যা ছাড়ালো ৫৫০ জন

ঊষার আলো
এপ্রিল ৪, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিয়ানমারে প্রায় দুই মাসের বিক্ষোভে মৃত্যুসংখ্যা ৫৫০ এ ছাড়িয়েছে। একটি অধিকার সংস্থা এই তথ্যটি জানিয়েছে। আজ রোববার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, সিএনএন সাংবাদিকদের সাক্ষাৎকার নেওয়ার মাত্র কয়েক মিনিটের মাথায় মিয়ানমারের ইয়াঙ্গুন হতে ৫ জনসহ কয়েকজনকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। সিএনএন’র এক টিম ইয়াঙ্গুনের ইনসেইন জনপদে ‘টেন মাইলস’ বাজার পরিদর্শন করেছিল, সেখানে তারা স্থানীয় কিছু বাসিন্দার সাক্ষাতকার নেওয়ার পর সিএনএন টিমের চলে যাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই একদল বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনীরা আটক করে।

মিয়ানমারে স্বৈরশাসনের অবসান এবং গণতন্ত্র-মানবাধিকারের দাবিতে  সারা দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়।

(ঊষার আলো-এফএসপি)