UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

usharalodesk
আগস্ট ১০, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিয়ানমারে ৫ দশমিক ২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকালে এই কম্পন অনুভূত হয় বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। কিন্তু তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এনসিএস আরও জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে মিয়ানমারের প্রায় ৬৩ কিলোমিটার উত্তরে ভূমিকম্প হয়। এর আগে সোমবার দিবাগত রাতেও মিয়ানমার সীমান্তের ৪ দশমিক ৩ রিকটার স্কেলের ভূমিকম্পে কেঁপে ওঠে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী এলাকা।

বাংলাদেশ সময় রাত ৯টা ৩৮ মিনিট ৩২ সেকেন্ডে এ ভূমিকম্পটি অনুভূত হয়। ঢাকার আগারগাঁও থেকে প্রায় ৪২৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমার সীমান্ত ছিল এর উৎপত্তিস্থল।

(ঊষার আলো-এফএসপি)