UsharAlo logo
শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, দগ্ধ ২

ঊষার আলো
অক্টোবর ১৯, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আয়াস মৃধা নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায়  শিশুটির মা ও বোন দগ্ধ হয়েছেন।

সোমবার রাতে কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া গ্রামে ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে। নিহত আয়াস মৃধা পূর্ব মুন্সিয়া এলাকার বাপ্পি মৃধার ছেলে। দগ্ধরা হলেন- খাদিজা আক্তার মিম (২২) এবং মেয়ে আয়শাক (৪)। আহত দুইজনকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ফায়র সার্ভিস সূত্র জানায়, ওই ভবনের ৩য় তলায় বাপ্পির বাসায় আগুন লাগে। সেসময় ধোয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহীনী দ্রুত ঘটনাস্থলে পৌছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর শিশুটির পোড়া লাশ উদ্ধার করে। এ সময় দগ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানার এস আই জিয়া-উল জানান, মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

(ঊ/আ-আরএম)