UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুফতি কাজী ইব্রাহিম গ্রেফতার

ঊষার আলো
সেপ্টেম্বর ২৮, ২০২১ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ধর্মীয় ওয়াজ অনুষ্ঠানে নানা ধরনের বক্তব্য দিয়ে সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডস্থ বাসা থেকে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে বলে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ বিষয়টি নিশ্চিত করেন। তাকে আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র জানায়, মুফতি ইব্রাহিম তার ওয়াজে এমন কোন বক্তব্য দিয়েছে, যা নিয়ে দীর্ঘদিন আলোচনা-সমালোচনা এবং বিতর্ক হচ্ছে।

তিনি এমন বক্তব্যও দিয়েছে যে, ‘করোনার টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে।’ সেইসব বক্তব্য ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এসব বিষয় যাচাই-বাছাই করতে হয়তবা তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, বাসায় ডিবি পুলিশের উপস্থিতিতে ফেসবুক লাইভে এসে ইব্রাহিম অভিযোগ করেন, তার বাসা ‘র’ এর এজেন্ট ‘গুণ্ডা ডিবি পুলিশ’ ঘেরাও করেছে। তিনি বিশ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন।

(ঊষার আলো-আরএম)