UsharAlo logo
শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিক-লিটনের অর্ধশতক, ৫০০ পেরোলো বাংলাদেশ

ঊষার আলো
এপ্রিল ২৩, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচের তৃতীয় দিনেও দুর্দান্ত ব্যাটিং করছে টাইগাররা। দিনের শুরুতেই অর্ধশত পূরণ করেছে মুশফিকুর রহিম।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫১৫ রান। মুশফিকুর রহিম ৫৫ ও মেহেদী ৩ রানে ব্যাট করছে।
৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিনে শতক হাঁকান নাজমুল হোসেন শান্ত। আর দ্বিতীয় দিনে শতক হাঁকান মুমিনুল। তবে টাইগারদের দুর্দান্ত সূচনাটা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। ১০১ বলে ৯০ রান করে সাজঘরে ফিরেন তিনি। এই টেস্টে সাইফ হাসান ছাড়া সবাই বড় রানের দেখা পেয়েছে। কত রানে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস ঘোষণা করে সেটাই দেখার বিষয়।

(ঊষার আলো- এম. এইচ)