UsharAlo logo
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান ইরানের

usharalodesk
এপ্রিল ২০, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতে মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।

ফোনালাপে ওমানের সুলতান ইহুদিবাদীদের হাতে আল-আকসা মসজিদের অবমাননার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, ফিলিস্তিনি জাতির ন্যায়নসঙ্গত অধিকার আদান না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের পাশ থাকবে ওমান।

ইরানের প্রেসিডেন্ট এমন সময় এ মন্তব্য করলেন যখন বিগত কয়েক মাসে অধিকৃত ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে দখলদার ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলা বেড়ে গেছে। চলতি বছরের বিগত চার মাসেরও কম সময়ের মধ্যে ইসরাইলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ঊষার আলো-এসএ