UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেক্সিকো উপকূলে নৌকাডুবি, নিহত ৮ অভিবাসী

usharalodesk
মার্চ ৩০, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপকূলে নৌকা ডুবে ৮ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা এশিয়ান বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ওসাকার প্রসিকিউটররা জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় একজন বেঁচে গেছেন,  তিনি এশিয়ান। তাই প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিহতরা এশিয়ার বলে মনে হচ্ছে।

মেক্সিকো সীমান্তের প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত প্লেয়া ভিসেন্টে শহরের একটি সমুদ্র সৈকতের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। নৌকাডুবির কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।

মেক্সিকো পেরিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সমুদ্রপথে এটিই মূল রুট। মেক্সিকোর ভেতরে অভিবাসন চেকপয়েন্ট ফাঁকি দিতে এ পথ ব্যবহার করেন তারা। কিন্তু বেশিরভাগ অভিবাসী স্থলপথেই যাতায়াত করেন।

ঊষার আলো-এসএ