UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলের জন্য কম দামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব

ঊষার আলো
জানুয়ারি ৮, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :মেট্রোরেলের জন্য কোনো ধরনের লাভ ছাড়া কম দামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। রোববার (৮ জানুয়ারি) বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে এই প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে প্রতি কিলোওয়াট বিদ্যুতের খুচরা মূল্য ১ টাকা ১০ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) বিইআরসির কারিগরি কমিটি। সেই হিসেবে খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৭ দশমিক ১৩ পয়সা থেকে বেড়ে ৮ দশমিক ১৩ পয়সা করার সুপারিশ করেছে। এতে গড়ে বৃদ্ধি পেতে পারে ১৫ দশমিক ৪৩ শতাংশ।

বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, মেট্রোরেল ছাড়াও ইকোপার্কের বিদ্যুতের দাম পাইকারি হারে অথবা লাভ ছাড়া দাম ধরার জন্য বিতরণ কোম্পানির কাছে প্রস্তাব দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে তাদের এই প্রস্তাবের বিষয়ে অবগত আছে এবং নীতিগতভাবে সম্মত হয়েছে।

পাবলিক ইন্টারেস্ট চিন্তা করেই এই প্রস্তাব বিবেচনা করা হবে।শুনানিতে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুক, সদস্য মকবুল ই ইলাহীসহ সদস্য, সঞ্চালন ও বিতরণ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত আছেন।

ঊষার আলো-এসএ