UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেসির চোখের পানি মুছা সেই টিস্যুর দাম সাড়ে ৮ কোটি টাকা

ঊষার আলো
আগস্ট ১৫, ২০২১ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্পেনের বার্সেলোনার সাথে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে আসতে হয়েছে ফ্রান্সের পিএসজিতে। বার্সাকে শেষ বিদায় জানানোকালে সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন সেরা ফুটবলার মেসি। মেসির কান্না মুছা সেদিনের সেই টিস্যুটি বিক্রি হয় অবিশ্বাস্য দাম সাড়ে ৮ কোটিতে।

বার্সেলোনায় বিদায়ী ভাষণ দেওয়াকালে মেসির চোখের জল মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো যে টিস্যুটি দিয়েছিলেন সেটি পরে কুড়িয়ে নেন এক ব্যক্তি। ওই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা দিয়েছিলেন। টিস্যুটি বিক্রি হয় ১ মিলিয়ন ডলারে যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি।

সেই টিস্যুটি নিলাম থেকে কিনেছেন এক স্প্যানিশ ধনকুবের। মেসি এখন আর বার্সার নন, পিএসজির। তবে বার্সার হয়ে না খেললেও মেসিকে যে স্পেনবাসী কখনো ভুলবে না – এটা তারই জ্বলন্ত উদাহরণ।

(ঊষার আলো-আরএম)