UsharAlo logo
বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় খালেক দম্পতীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মোংলা (খুলনা) প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোংলায় বাগেরহাট-৩ আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় পৌর আ’লীগ কার্যালয় এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুর নাহার এমপি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা থানা অফিসার্স ইনচার্জ কে এম আজিজুল ইমলাম,  উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, মোংলা কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি।