UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় আরও ১৬ জনের করোনা শনাক্ত, আক্রান্তের হার ৫৫ ভাগ

ঊষার আলো
জুন ২১, ২০২১ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এরশাদ হোসেন রনি : মোংলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার রেনু বেগমকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় তার পরিবার।
সেখানে ভর্তি হয়ে করানো করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। এরপর দুপুর ১টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। এর আগেও এ হাসপাতালে করোনা আক্রান্ত কয়েক নারী-পুরুষের মৃত্যু হয়েছে।
এদিকে রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯জন করোনা পরীক্ষা করিয়েছেন। তার মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। রবিবার শনাক্তের হার ৫৫ ভাগ।
এদিকে চলমান কঠোর বিধি নিষেধের ৪র্থ দফায় ঘোষিত ৪র্থ দিনের বিধি নিষেধ চলছে মোংলায়। গত ৩০ মে থেকে শুরু হয় কঠোর বিধিনিষেধ।
(ঊষার আলো-এমএনএস)