UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় কোস্টগার্ড কর্তৃক ইয়াবাসহ বিক্রেতা আটক

usharalodesk
মার্চ ৮, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ কোষ্টগার্ড বাগেরহাটের মোংলাস্থ পশ্চিম জোনের একটি টহল দল অভিযান চালিয়ে ৩৮৮ পিচ ইয়াবাসহ রিয়াজুল ইসলাম (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। গোপন খবরের ভিত্তিতে রবিবার্র(৭ মার্চ ) রাতে খুলনা লবনচরা খানজাহান আলী সেতু এলাকা থেকে তাকে আটক করে। আটক রিয়াজুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন এম মাজাহারুল হক সোমবার(৮মার্চ ) দুপুরে এক মেইল বার্তায় জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লবণচরা থানায় সোপর্দ করা হয়েছে। কোস্টগার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

 

(ঊষার আলো-আরএম)