মোংলা প্রতিনিধি : মোংলা বন্দর কর্মচারী সংঘ( সি বিএর) এর যুগ্ন সম্পাদক মতিয়ার রহমান সাকিবের উপর হামলার অভিযোগ উঠেছে বন্দরের জাহাজের কর্মচারী ফজলুল হকের বিরুদ্ধ। মঙ্গলবার(১ জুন) রাত ৮ টার সময় পাওয়ার হাউজ এলাকায় আবাসিক সামনে হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত মতিয়ার রহমান সাকিব জানান,তিনি মোংলা বন্দরের আরো কয়েকজন কর্মচারীসহ বসে কথা বলছিলেন। এসময় বন্দরের জাহাজ এমভি সারথি-২ এর ভান্ডারী ফজলুল হক তার আরো দুই ব্যাক্তিকে সাথে করে নিয়ে এসে তার( সাকিবের) সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাকিব কে কিলঘুসি মারতে থাকেন। পরে ঘটনাস্থলে উপস্থিত বন্দরের পারহাউজ ড্রাইভার জসিম উদ্দিন ও লাইট কিপার আঃ হান্নান সাকিব কে উদ্ধার করে পরিস্থিতি শাস্ত করেন।
সিবিএর যুগ্ন সম্পাদক মতিয়ার রহমান সাকিব জানান, সিবিএর নির্বাচন কে সামনে রেখে তার জনপ্রিয়তায় ঈস্বান্নিত হয়ে পরিকল্পিত ভাবে তাকে হত্যার উদ্দ্যেশে হামলা করা হয়। তিনি দাবি করেন, একটি চক্র তার উপর হামলা চালাতে উৎসাহিত করেছেন।
হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত মোংলা বন্দরের কনজারভেন্সী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর মাস্টার মান্নান মল্লিক জানান, মতিয়ার রহমান সাকিব বন্দরের হিসাব শাখায় কর্মরত একই সাথে দির্ঘ দিন বন্দর কর্মচারী সংঘ( সিবিএর) যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্ন পালন করে আসছেন। অন্য দিকে ফজলুল হক জাহাজের কর্মচারী ও জুনিয়র ছেলে। সে ( ফজলুল হক) সাকিবের উপর হামলা করে জগন্য অন্যায় করেছেন বলে দাবি করেন। এঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এঘটনায় কনজারভেন্সী কর্মকর্তা মান্নান মল্লিক ফজলুল হকের বিচার দাবি করেন তিনি। এদিকে সিবিএর যুগ্ন সম্পাদকের উপর হামলার ঘটনায় ক্ষব্দ বন্দরের কর্মচারীরা।