আরিফুর রহমান, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়ন পরিষদে সন্ত্রাসী হামলা হয়েছে। ভোটারদের ছবি সংগ্রহের সময় এ হামলায় গ্রাম পুলিশসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় মিঠু হাওলাদার (২৫) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আর ঘটনাটি ঘটেছে রবিবার (২১ আগস্ট) বিকেলে। হামলাকারিদের মারপিটে স্থানীয় গ্রাম পুলিশ ইউনুছ আলী হাওলাদার (৫০) ও মোঃ লাভলু হাওলাদারসহ ৫ জন কমবেশী আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরভর্তি করা হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ বলেন, নতুন ভোটার ছবি তোলার সময় শৃংখলা ভঙ্গ করে বারইখালী ২ নং ওয়ার্ডের বাসিন্দা ইসহাক হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার হট্টগোল সৃষ্টি করে হামলা চালায়। বিষয়টি তাৎক্ষনিক প্রশাসনিক কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে।
মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, রবিবার বিকেলে এ ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। পরিস্থিতি শান্ত রয়েছে। মিঠু হাওলাদার নামের এক যুবকে গ্রেফতার করা হয়েছে। পরিষদ থেকে চেয়ারম্যান অভিযোগ দিলে মামলা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।