বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদর বাজারে নকল ও ভেজাল পণ্য বিক্রির দায়ে ৩ ব্যাবসায়ীকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোড়েলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলী হাসান মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে জানান ভ্রাম্যমান আদাতের একটি টিম নিয়ে সোমবার বিকেলে বাজার পরিদর্শন গিয়ে দেখা যায় ৩ টি স্টোরে প্যারাসুট নারকেল তেলের আদলে নকল ও ভেজাল তেল প্যারাসুইট এবং পারামুট নামে বিক্রি হচ্ছে।
বিএসটিআই এর অনুমোদন ছাড়া এসব পণ্যের গায়ে কোম্পানির নামের কোন ঠিক নেই। বিষয়টি আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মেসার্স ইব্রাহিম স্টোরের ইব্রাহিম শেখ, মোড়েলগঞ্জ স্টোরের দুলাল হাওলাদার ও দেলোয়ার স্টোরের দেলোয়ার হোসেন নামের তিন ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
(ঊষার আলো-এফএসপি)