UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে জাদুশিল্পীর আত্মহত্যা

ঊষার আলো
আগস্ট ১৭, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে সুমন নামে জাদুশিল্পী আত্মহত্যা করেছেন। সোমবার রাতে সদর উপজেলার গয়ঘর গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করেন সৃমন। নিহত সুমন একই এলাকার মৃত শহিদ মিয়ার পুত্র। তিনি পেশায় অটোরিকশাচালক ও পাশাপাশি বিভিন্ন এলাকায় জাদু দেখাতেন।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার থানাবাজার এলাকার গয়ঘর গ্রামের জাদুশিল্পী সুমন তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। এ সময় তিনি সবার কাছে ক্ষমা চান। একপর্যায়ে তিনি দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন সুমন। ফেসবুক লাইভের বিষয়টি শুনেছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

(উষার আলো-আরএম)