UsharAlo logo
শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে দুইটি স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

pial
জুন ১৭, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ময়মনসিংহে আলাদা ২টি স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুরে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গাংগাইল গ্রামে ফুটবল খেলার সময় ৩ কিশোর মারা যায়।

নিহতরা হলো- গাংগাইল গ্রামের মো. শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১৪), হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) এবং বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন (১৪)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা বলেন, শুক্রবার দুপুরে গাংগাইল গ্রামে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাত হয়। এতে ৩ কিশোরের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সবাইকে মৃত ঘোষণা করেন।

নিহতদের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

অন্যদিকে, ময়মনসিংহ সদরের দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামে ২ জন বজ্রপাতে মারা গেছে।

(ঊষার আলো-এসএইস)