বাগেরহাট প্রতিনিধ : বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি(নাটাব) বাগেরহাট জেলা শাখার আয়োজনে যক্ষা রোগী সনাক্ত ও রোগ প্রতিরোধ বিষয়ে ইমামদের সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে।
ইমাম সমিতির ৩০ সদস্য সমন্বয়ে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবীবুর রহমান। যক্ষা রোগ সনাক্ত ও প্রতিরোধ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান।
তিনি বলেন, যাদের এক নাগাড়ে দুই সপ্তাহ ধরে কাশি, সন্ধ্যায় জ¦র আসা, রাতে শরীর ঘেমে জ¦র চলে যাওয়া, ওজন কমে যাওয়া, ক্ষুদামন্দাভাব হওয়া, বুকে বা পিঠের উপর ব্যথা অনুভব হওয়াসহ নানা লক্ষন দেখা দিলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিতে হবে। যথাযত চিকিৎসা হলে যক্ষা প্রতিরোধ হয়। সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলে আগামী ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ যক্ষামুক্ত দেশ হিসাবে ঘোষনা হবে। নাটাবের সেক্রেটারী এফএম মোস্তাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন নাটাবের কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা তরুন কুমার বিশ্বাস, ব্র্যাক কর্মকর্তা মাসুদুর রহমান, নাটাবের জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ শওকত আলী ও কাজী গোলাম মোস্তফা লাভলু প্রমুখ।
(ঊষার আলো-এফএসপি)