UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শার্শায় গাঁজাসহ নারী গ্রেফতার

ঊষার আলো
মে ৬, ২০২১ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : যশোর জেলার শার্শা উপজেলার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা চার কেজি ভারতীয় গাঁজাসহ নাজমা খাতুন (৩০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৬ মে) সকালে রামচন্দ্রপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে খুলনা জেলার রূপসা থানার রাজাপুর গ্রামের ফারুক মোল্লার স্ত্রী। বর্তমানে শার্শার নাভারন মাঠপাড়া এলাকায় বসবাস করেন।
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান আগামী নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মহিলা মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ভারতীয় গাঁজার চালান নিয়ে রামচন্দপুর গ্রাম হয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

(ঊষার আলো-এমএনএস)