UsharAlo logo
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে গাঁজাসহ এক বিক্রেতা আটক

usharalodesk
মার্চ ২০, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : যশোরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
র‌্যাব ৬ সূত্র জানায়, ১৮ মার্চ দুপুর ৩টা ২০ মিনিটে যশোর বেনাপোল পোর্ট থানাধীন স্বরবাংহুদা বাজার এলাকা থেকে মোঃ শাহারুল ইসলাম কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে যশোর বেনাপোলের স্বরবাংহুদা পশ্চিমপাড়া এলাকার শহিদুল ইসলামের পুত্র। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

(ঊষার আলো-আরএম)