UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে চা দোকানদারকে কুপিয়ে হত্যা

pial
মে ৩০, ২০২২ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : যশোরে আফজাল হোসেন নামে এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৯ মে) দিবাগত রাত ৮টার দিকে শহরের নাজির শঙ্করপুর সিটি মডেল একাডেমির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহতের বাবা সলেমান শেখ অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সুমনের নেতৃত্বে কয়েকজন যুবক মিলে শঙ্করপুর চাতালের মোড় এলাকায় আফজালকে ধাওয়া দেয়। এই সময় আফজাল দৌঁড়ে মডেল একাডেমির সামনে গেলে সেখানে তারা তাকে কুপিয়ে গুরুতর ভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, আফজালকে রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে আফজাল একবার সুমনকে কুপিয়ে জখম করেছিল। তাদের ২ জনের নামেই থানায় কয়েকটি মামলা রয়েছে। ওসি জানান, পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।

(ঊষার আলো-এসএইস)