UsharAlo logo
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে বাস-ইজিবাইকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

usharalodesk
মার্চ ১২, ২০২১ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে কয়লা শ্রমিকসহ ৪ জন নিহত হয়েছে। এদুর্ঘটনায় আহত আরও ৩ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আলম বলেন, ১২ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহন কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গাগেট এলাকায় খুলনা অভিমুখী একটি ইজিবাইকে ধাক্কা দেয় বাসটি। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে আরোহী কয়লা শ্রমিকরা গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইজিবাইকের চালকসহ ৭ জনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান বলেন, ৭ জনের মধ্যে ২ জন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। বাকি ৫ জনের মধ্যে ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপরজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

(ঊষার আলো-এম.এইচ)