ঊষার আলো প্রতিবেদক : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫টি সোনার বার ও ইজিবাইকসহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবির পুটখালী বিওপি’র টহল দল। বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় বেনাপোল পোর্ট থানাধীন পাঁচভূলট গ্রামে এঅভিযান পরিচালিত হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হচ্ছে, বেনাপোল পোর্ট থানাধীন খলশী গ্রামের মোঃ আব্দুল গাফ্ফারের ছেলে মোঃ রানা হামিদ (২৬)। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক ও পিএসসি পরিচালক মোহাম্মদ মনজুর-ই-এলাহীর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধীনস্থ পুটখালী বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার থেকে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভূলট গ্রামস্থ পাকারাস্তার উপর থেকে রানা হামিদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১.৭৫০ কেজি ওজনের ১৫টি সোনার বার এবং ১টি ইজিবাইক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৩ লাখ ৯৪ হাজার ৯শ৪৪ টাকা। আটককৃত আসামীকে সোনার বার এবং ইজিবাইকসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।