UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যাঁদের চলাচলে ‘মুভমেন্ট পাস’ লাগবে না

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা সংক্রমণের সংখ্যা প্রতিণিয়ত বেড়ে চলায় সারা দেশে চলছে লকডাউন। কাজে এবং চলাচলে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। কিন্তু হাসপাতাল, শিল্পকারখানা ও ব্যাংকে কাজ চলছে। খোলা রয়েছে জরুরি সেবা খাতগুলো। কারা বের হতে পারবেন না এবং কারা পারবেন  এ নিয়েও তৈরী হচ্ছে ভুল-বোঝাবুঝির। এমন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর জানায় বিধিনিষেধের আওতামুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধুমাত্র পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন তারা।

চলমান লকডাউনের আওতামুক্ত যারা:
১- ডাক্তার
২- মেডিকেল স্টাফ

৩- নার্স
৪- কোভিড টিকা/চিকিৎসার সাথে জড়িত ব্যক্তি/স্টাফ
৫- সাংবাদিক
৬- গণমাধ্যমের ক্যামেরাম্যান
৭- ফায়ার সার্ভিস

৮- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

৯- ব্যাংকার
১০- ব্যাংকের অন্যান্য স্টাফ
১১- অফিসগামী সরকারি কর্মকর্তা

১২- টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১৩- বেসরকারি নিরাপত্তাকর্মী
১৪- জরুরি সেবার সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারী

১৫- শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৬- বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তা
১৭- ডাকসেবা
১৮- বিদ্যুৎ, পানি, গ্যাস এবং জ্বালানির সাথে জড়িত ব্যক্তি ও কর্মকর্তা

চেকপোস্টে যেসব পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন, তাঁদের এই বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। আজ (১৫ এপ্রিল) ‘জরুরি অফিস’ খোলার দিন হওয়ায় অনেক চলাচল বাড়বে।

(ঊষার আলো-এফএসপি)