UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের একটি কারখানায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

pial
জুন ১০, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি কারখানায় বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) ওই বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলি করেন।

প্রতিবেদন থেকে জানা যায়, হামলাকারী যুবকের বয়স ২৩ বছর। হামলা চালানোর পর একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করছিল সে। এই সময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মীর সাথে বন্দুকযুদ্ধে সে আহত হয়। এরপর তাকে হেফাজতে নেওয়া হয়।

তবে অভিযুক্ত যুবকের নাম জানাননি পুলিশ। এছাড়াও সন্দেহভাজন হামলাকারী যুবক ও নিরাপত্তা কর্মী উভয়েই বন্দুকের গুলিতে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আর এ হামলার পেছনের উদ্দেশ্যে এখনো জানা যায়নি।

সূত্র- রয়টার্স।

(ঊষার আলো-এসএইস)