UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে চীন-রাশিয়ার সামরিক মহড়া

ঊষার আলো ডেস্ক
জুলাই ২৫, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলের কাছে বেরিং সাগার ও উত্তর প্রশান্ত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া ও চীন।

অতীতে দেশ দুইটি একসঙ্গে অনেক সামরিক মহড়া চালিয়েছে। তাছাড়া বেরিং সাগরের ওপর দিয়ে প্রায়ই যুদ্ধবিমান উড়ায় রাশিয়া।তবে বুধবারই প্রথমবারের মতো রাশিয়া ও চীন উত্তর প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বোমারু বিমান দিয়ে মহড়া চালায়।

মস্কো ও বেইজিং এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই মহড়া তৃতীয় কোনো দেশকে উদ্দেশ্য করে চালানো হয়নি।

যুক্তরাষ্ট্র-কানাডিয়ান উত্তর আমেরিকা মহাকাশ প্রতিরক্ষা কমান্ড জানিয়েছে, বোমারুবিমানগুলো আন্তর্জাতিক আকাশ সীমানার মধ্যেই ছিল ও এগুলো কোনো হুমকি তৈরি করেনি।তবে আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি এই ঘটনাকে প্রতিপক্ষের অভূতপূর্ব উসকানি বলে বর্ণনা করেছেন।

চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই মহড়ার সঙ্গে বর্তমান বিশ্ব ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক জোরালো হয়েছে। বেড়েছে দুই দেশের বাণিজ্য।