UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়া নিয়ে যা বলছে টিকটক

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নিরাপত্তা শঙ্কার জেরে আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এ নিয়ে এক বিবৃতিতে টিকটক জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সরকার হস্তক্ষেপ না করলে রোববার যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যেতে বাধ্য হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে এক বিবৃতিতে এ কথা জানায় জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

টিকটক আরও বলেছে, ‘হোয়াইট হাউস এবং বিচার বিভাগ টিকটক চালু রাখার জন্য পরিষেবা প্রদানকারীদের প্রয়োজনীয় স্পষ্টতা এবং আশ্বাস দিতে ব্যর্থ হয়েছে। ’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যদি সরকার অবিলম্বে ভিডিও অ্যাপটিকে আসন্ন নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য শাস্তি না দেওয়ার আশ্বাস না দেয়, তবে এটি ১৯ জানুয়ারি বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। ’

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, যদি রোববারের মধ্যে চীন-ভিত্তিক মূল কোম্পানি বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের কোনও নিরপেক্ষ পক্ষের কাছে টিকটক বিক্রি করে না দেয় তাহলে দেশটিতে এটি নিষিদ্ধের আইন বহাল থাকবে।

গত বছরের এপ্রিলে পাস হওয়া আইনে বলা হয়, বাইটড্যান্সকে সরাসরি নিষেধাজ্ঞা এড়াতে প্ল্যাটফর্মের মার্কিন সংস্করণটি একটি নিরপেক্ষ পক্ষের কাছে বিক্রি করতে হবে।

টিকটক আইনটিকে চ্যালেঞ্জ জানিয়ে যুক্তি দেয়, এই আইন দেশের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য বাকস্বাধীনতা সুরক্ষা লঙ্ঘন করে।

কিন্তু শুক্রবারের সুপ্রিম কোর্টের রায়ের অর্থ হল আগামী দিনে কোনও ক্রেতা খুঁজে না পাওয়া গেলে অ্যাপটির মার্কিন সংস্করণটি অ্যাপ স্টোর এবং ওয়েব হোস্টিং পরিষেবা থেকে সরিয়ে ফেলা হবে।

ধারণা করা হচ্ছিল, যাদের ফোনে এরই মধ্যে অ্যাপটি ডাউনলোড করা আছে নিষেধাজ্ঞার ফলে তাদের ওপর কোনও প্রভাব পড়বে না।  কিন্তু নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরে টিকটকের কোনও আপডেট হবে না।  যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে এটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে।

ঊষার আলো ডেস্ক