UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘যেকোনো জায়গায় অভিযান চালাতে পারে পুলিশ’

pial
অক্টোবর ৯, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কোনো জায়গায় অসামাজিক কার্যকলাপ কিংবা অবৈধভাবে মদ বিক্রি করা হলে পুলিশ যেকোনো সময় অভিযান পরিচালনা করতে পারে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ রোববার (৯ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উত্তরার ‘কিংফিশার রেস্টুরেন্ট’ নামে একটি কথিত বারে পুলিশের অভিযান ঠিক হয়নি বলে জানায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। তাহলে ডিবি কিভাবে অভিযান পরিচালনা করেছে?’ এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করতে পারে কিনা বা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারে কিনা তা আপনারা ভালো জানেন। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারায় স্পষ্ট বলা রয়েছে কারা তল্লাশি করবেন বা করবেন না।

তিনি আরও বলেন, অসামাজিক কার্যকলাপ, অবৈধভাবে মদ বিক্রি ও যেকোনো ঘটনা ঘটলে পুলিশ প্রয়োজনে যেকোনো জায়গায় অভিযান বা তল্লাশি চালাতে পারে। আমরা সব সময়ই এটা করে আসছি, আমরা বড় বড় চালান ধরছি। এছাড়াও অবৈধ বারে আমরা অভিযান পরিচালনা করছি।

( ঊষার আলো-এফএসপি)